ইরান পরিষ্কার ও টেকসই শক্তি উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে রবিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ঘোষণা দিয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেন, আটটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য ইরান এবং রাশিয়ার সরকারের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি ব্যাখ্যা করেন, এই সহযোগিতার অধীনে চারটি কেন্দ্র বুশেহরে এবং অন্য চারটি ইরানের বিভিন্ন অংশে নির্মাণ করা হবে।
সঠিক স্থানগুলো পরবর্তীতে সরকার কর্তৃক ঘোষণা করা হবে।
এসলামির তথ্য অনুসারে, এই পরিকল্পনার লক্ষ্য হলো ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম স্থিতিশীল এবং পরিষ্কার পারমাণবিক শক্তি সরবরাহ নিশ্চিত করার জন্য বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ সুবিধা প্রতিষ্ঠা করা।
তিনি ইরানের উত্তরাঞ্চলীয় উপকূল বরাবর একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার দিকেও ইঙ্গিত করে উল্লেখ করেন, ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প এখন শুরু হয়েছে এবং উপযুক্ত স্থান ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে।
এ নতুন বিদ্যুৎকেন্দ্রগুলো রাশিয়ার সহযোগিতায় নির্মিত হলে ইরান ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক-উৎপাদিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করতে সক্ষম হবে বলে এইওআই প্রধান ব্যাখ্যা করেন।
এটি দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি স্বাধীনতা এবং টেকসই উন্নয়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে।