আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬ টির মধ্যে ৫টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেছেন
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোর-১ (শার্শা) বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি আবারও ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন। তিনি পূর্বেও এই আসনের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবিরা নাজমুল মুন্নি। তিনি প্রায়ত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রী। ২০১১ সালের ১৫ ডিসেম্বর গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তার লাশ পড়ে ছিল। স্বৈরাচার সরকারের পোষ্য সন্ত্রাসীরা নাজমুল ইসলামকে খুন করেছিল বলে তখনকার সময় জোরালো অভিযোগ ছিল। স্বামীর মৃত্যুর পর সাবিরা নাজমুল মুন্নি রাজনীতিতে সক্রিয় হন। তাকে দমন করতে বিগত দিনে তার ওপর অত্যাচার নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছিল। ঝিকরগাছা-চৌগাছাবাসীর কাছে মুন্নি পরিচিত মুখ।
যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। বিএনপির দুঃসময়ে অমিতের কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মত। গুরুত্বপূর্ণ সদর আসনে তার জয়ের সম্ভাবনা রয়েছে বলে তৃণমূলের দাবি।
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে প্রার্থী করা হয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি দলের ভেতরে বিশেষ অবস্থানে আছেন। স্থানীয়রা বলছেন, অভয়নগর বাঘারপাড়া বিএনপি নেতাকর্মীরা কয়েকভাগে বিভক্ত। অন্তঃদ্বন্দ্ব মেটাতে না পারলে জয় কঠিন হতে পারে।
যশোর-৬ (কেশবপুর) বিএনপির প্রার্থী হয়ে লড়বেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এখানকার তরুণ সমাজের কাছে শ্রাবণ অত্যন্ত প্রিয় একজন মানুষ। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তাকে পেয়ে কেশবপুরের মানুষ আনন্দিত।
এদিকে যশোর -৫ মণিরামপুর আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড.শহিদ ইকবাল।
এফএস