ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণায় অনুযায়ী, গাজীপুর-১ আসনে পরে নাম ঘোষণা করা হবে। গাজীপুর-২ সংসদীয় আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম. এ. মান্নানের সন্তান, এম. মঞ্জুরুল করিম রনি।
গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর-৪ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ. স. ম. হান্নান শাহ-এর সন্তান, শাহ রিয়াজুল হান্নান।
গাজীপুর-৫ আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এ. কে. এম. ফজলুল হক মিলন।
গাজীপুর-৬ আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, এই আসনেও পরে নাম ঘোষণা করা হবে।
এনআই