কুমিল্লা-৬ আসনে দীর্ঘদিন ধরে বিএনপিকে আগলে ধরে রাখা ত্যাগী নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন কে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত করায় বিক্ষোভ মিছিল করেছে হাজী ইয়াছিনের কর্মী-সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাত ১০ টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্ত্বর এলাকায় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর অংশে ব্লকেড করে এ বিক্ষোভ মিছিল করে তারা৷
এসময়, সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় হাজী ইয়াছিনের সমর্থকদের। এসময় তারা ‘এই নমিনেশন মানি না, মানবো’, ‘ইয়াছিন ভাই, ইয়াছিন ভাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এসময়, অন্তত ২০ জন নেতাকর্মী এই প্রতিবেদককে বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন ভাই গত ১৭ বছর ধরে কুমিল্লা সদরে বিএনপিকে আগলে রেখেছিলেন। আন্দোলন সংগ্রামে হাজী ইয়াছিন ভাইয়ের নেতৃত্ব আমরা লড়াই করেছি৷ অথচ, দল সেই তৃণমূলের পরীক্ষিত নেতা হাজী ইয়াছিন ভাইকে মনোনয়ন দেয় নি। এটা ইয়াছিন ভাইয়ের প্রতি দল অবিচার করেছে। আমরা এই নমিনেশন মানি না, মানবো না। কুমিল্লা-৬ এ আমরা হাজী ইয়াছিন ভাইকে চাই৷’
এর আগে, একই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন। এসময় কুমিল্লার ৯ টি আসনে মনোনয়ন দেন দলটি। কুমিল্লা-৬ আসনে মনোনয়ন দেওয়া হয় বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীকে।
এসআর