এইমাত্র
  • বিশ্বকাপে ক্রোয়েশিয়া, টিকিট অনিশ্চিত জার্মানির
  • টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার
  • ঢাকায় শীতের আমেজ, সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস
  • আখতার হোসেন টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছেন: মুনতাসির মাহমুদ
  • আজ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম শুরু
  • ঐতিহাসিক পোড়া বাড়িই একদিন বাংলার তীর্থস্থান হবে
  • মেসি-মার্তিনেজের গোলে বছরের শেষ ম্যাচে জয় পেল আর্জেন্টিনা
  • ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে সাতজন নিহত
  • ত্রিভুজ প্রেমের বলি আশরাফুল: বন্ধুর হাতে খুন, মরদেহ করা হয় ২৬ টুকরো
  • জুলাই সনদে এক শর্তে স্বাক্ষর করবে এনসিপি
  • আজ শনিবার, ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৫ নভেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    আমতলীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম

    আমতলীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কমিটি অনুমোদন

    মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম

    সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আওতাধীন আমতলী উপজেলা শাখার এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মো. ফেরদাউস ও সাধারণ সম্পাদক মো. রেজবুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন করা হয়।

    জেলা কমিটির অনুমোদনে নবগঠিত কমিটির সভাপতি করা হয়েছে বি.এম. বনি আমিন (রাহাত)-কে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমান এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান রুমি, মো. জাকারিয়া হোসেন, মো. মহিউদ্দিন আহম্মেদ ও মো. শাকিল ইসলাম।

    জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ মুসা, এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিব মৃধা, শাকিল হোসেন ফারাবি, মহিবুল্লাহ, মো. মেহেদী হাসান, মো. সুজন ও মো. নাঈম।

    সাংগঠনিক সম্পাদক হয়েছেন এম. এম. ফাহিম হোসেন আলভী, এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিম, মো. তুফান, মো. ফেরদাউস আহমদ, মো. তামিম মোল্লা, মো. আবু সালেহ, রাকিবুল ইসলাম ও মো. শাকিল মৃধা।

    দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ হোসেন, এবং উপ-দপ্তর সম্পাদক তাহসিন, অর্থ সম্পাদক: আর. এম. রিফাত, সহ-অর্থ সম্পাদক: ইছা খান, প্রচার সম্পাদক: জি. এম. মুসা, সহ-প্রচার সম্পাদক: রাকিব মাহমুদ, সামাজসেবা সম্পাদক: মাসুদ রানা, সহ-সমাজসেবা সম্পাদক: মো. লিমন মাতুব্বর, প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইলিয়াস, সহ-প্রযুক্তি সম্পাদক: মো. সাইমুন চৌকিদার, ক্রীড়া সম্পাদক: মো. আকাশ আহম্মেদ, সহ-ক্রীড়া সম্পাদক: তানভীর হোসেন সিয়াম।

    কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন খলিল, ইব্রাহীম গাজী, আরিফ বিল্লাহ, শামীম, মেহেরাব হোসেন, নাজমুল সাকিব, মো. আতিক হাসান, মো. সুজন ও মো. জাকির কাজী।

    বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার সভাপতি মো. ফেরদাউস বলেন, ‘আমতলী উপজেলার নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ছাত্র সমাজের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

    নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ শক্ত অবস্থানে অংশগ্রহণ করবে। সেই লক্ষ্যেই এখন থেকে মাঠপর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই আমতলী উপজেলার আওতাধীন সব ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমাদের নেতা ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে গণঅধিকার পরিষদকে এই অঞ্চলে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…