ওয়েষ্টার্ন ইউনিয়নের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা গ্রহণ করে ফ্রিজ জিতলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দেলবার মোল্লা। সোনালী ব্যাংক ধলগ্রাম শাখা থেকে তিনি ফ্রিজটি গ্রহণ করেন।
সোমবার (০৩ নভেম্বর) ধলগ্রাম শাখার ম্যানেজার মাহমুদ কবীর জানান, যে সকল রেমিটেন্স যোদ্ধারা আমাদের শাখায় বিদেশি অর্থ লেনদেন করেন তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় ডিজিএম স্যারের উপস্থিতিতে একটি জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে দেলবার মোল্লা লটারিতে বিজয়ী হওয়ায় তাকে এই ফ্রিজটা হস্তান্তর করা হয়।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস যশোর সাউথ এর ডিজিএম ইনচার্জ জাকির হোসেন জানান, আমরা বরাবরই যারা রেমিটেন্স যোদ্ধা বিশেষ করে বিদেশ থেকে দেশে পরিবারের জন্য অর্থ পাঠায় তাদেরকে আলাদাভাবে সম্মান ও শ্রদ্ধা করে থাকি। এবং তাদের পাশে সব সময় সোনালী ব্যাংক আছে এবং থাকবে।
দেলবার মোল্লা জানান, লটারিতে ফ্রিজ জিততে পেরে তিনি অনেক খুশি হয়েছেন। এমন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করায় তিনি ব্যাংকের কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এসআর