আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আব্দুল আজিজের নাম ঘোষণা করেন। আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আব্দুল আজিজ বলেন, ‘দল যে বিশ্বাসে আমার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন, সেই মর্যাদা আমি রক্ষা করবো। নাটোর-৪ আসনে নিরঙ্কুশভাবে ধানের শীষকে বিজয়ী করবো। প্রার্থী হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের মানুষের ভোট এবং দোয়া প্রত্যাশা করছি।’
ইখা