এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গহীন পাহাড়ের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

    গহীন পাহাড়ের বন্দিশালা থেকে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

    কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে নারী-শিশুসহ ২৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। মানবপাচারের শিকার এই ব্যক্তিদের মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে পাহাড়ে বন্দি করে রেখেছিল পাচারচক্র। অভিযানে জড়িত দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাহারছড়ার ঝুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ২৫ জন নারী ও শিশুকে উদ্ধার করা হয়।

    লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের দেওয়া তথ্যমতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাঠানোর জন্য নারী ও শিশুসহ বেশ কিছু মানুষকে পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ২৫ জনকে উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করি।

    উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাওয়ার সুযোগের কথা বলে তাদের টেকনাফে ডেকে আনে। পরে উপকূলে নিয়ে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিলেও আসলে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চলছিল।

    অভিযানে উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…