শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত ৮ টার দিকে সদর পৌরসভা ঈদগাহ মাঠের পাশে এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ তালুকদার জাতীয় নাগরিক পার্টির রাজনীতি করেন। বর্তমানে তিনি শরীয়তপুর এনসিপির জেলা জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী।
সোমবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা অফিসের সামনে অবস্থান নেয়। এ সময় তারা অফিসের সামনে বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এদিকে, বোমা বিস্ফোরণের বিকট শব্দে অফিস ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করে পুলিশ।
এনসিপির জেলা জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, ‘শুরু থেকেই আমি এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই আমাকে নিষিদ্ধ ঘোষিত সংঘঠনের পক্ষ থেকে মোবাইলফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
তিনি বলেন, ‘আমি বলতে চাই—জুলাই আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা ভয় পাইনি, তাই ভয় ভীতি দেখিয়ে কোনো ফল হবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ইখা