চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা না করায় বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে চাঁদপুর-লক্ষীপুর আঞ্চলিক সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।
বিক্ষোভকারীরা বলেন, “ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক এম এ হান্নান দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে ছিলেন। আন্দোলন-সংগ্রামে তিনি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।তারা আরও দাবি করেন, “চাঁদপুর-৪ আসনে এম এ হান্নানই বিএনপি’র এবং সাধারণ জনগণের যোগ্য প্রার্থী।”
বিক্ষোভকারীরা দলীয়ভাবে ঘোষিত প্রার্থী লায়ন হারুনুর রশিদের মনোনয়ন প্রত্যাহার করে এম এ হান্নানকে পুনরায় বিএনপি’র প্রার্থী হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।
এসআর