এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

    অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী ডায়ান মারা গেছেন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
    ছবি: সংগৃহীত

    তিনবারের অস্কার মনোনয়নপ্রাপ্ত দাপুটে হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওজাইয়ের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটিকে এসব তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর কন্যা লরা ডার্ন।

    ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’খ্যাত অভিনেত্রী ডায়ানের কন্যা লরা ডার্ন মায়ের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে লরা বলেন, “আমার অসাধারণ হিরো এবং জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার, আমার মা ডায়ান ল্যাড মারা গেছেন। ওজাইয়ের বাড়িতে আজ সকালে আমার পাশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

    “তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং সহানুভূতিশীল আত্মা—যেমনটা শুধু স্বপ্নেই কল্পনা করা যায়। আমরা ভাগ্যবান যে, তাকে পেয়েছিলাম। এখন তিনি স্বর্গদূতদের সঙ্গে উড়ছেন।” বলেন লরা।

    ১৯৬০ সালে মার্কিন অভিনেতা ব্রুস ডার্নের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডায়ান। এ সংসারে জন্ম নেয় লরা ডার্ন। যদিও ডায়ানের প্রথম সংসার ভেঙে যায়। প্রাক্তন স্ত্রীকে নিয়ে ব্রুস একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেন, “ডায়ান ছিলেন অসাধারণ একজন অভিনেত্রী। আমি তাকে ‘লুকানো রত্ন’ মনে করি। ডেভিড লিঞ্চ যখন তাকে ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমায় লরার মায়ের চরিত্রে অভিনয়ের সুযোগ দেন, তখনই দুনিয়া তার প্রতিভার প্রকৃত স্বরূপ চিনতে পারেন। বহু বছর ধরে ডায়ান স্ক্রিন অ্যাক্টর গিল্ডের সদস্য হিসেবে অভিনেতাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা ছিল অমূল্য অবদান। ভালো একটি জীবন কাটিয়েছেন ডায়ান।”

    “সহঅভিনেত্রী হিসেবে ডায়ান ছিলেন অসাধারণ। হাস্যরসিক, বুদ্ধিমতী, দয়ালু মানুষ ছিলেন ডায়ান। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমাদের অসাধারণ কন্যার জন্য মহান একজন মা ছিলেন ডায়ান। এর জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব।” বলেন ব্রুস।

    ১৯৩৫ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন ডায়ান। মঞ্চ ও টিভি নাটক দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ল্যাড মার্টিন স্করসেজি নির্মিত ‘অ্যালিস ডাজনট লাইভ হিয়ার এনিমোর’ সিনেমা ১৯৭৪ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি। কেবল তাই নয় সিনেমাটির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন লাভ করেন ডায়ান।

    পরবর্তীতে ‘চায়নাটাউন’, ‘প্রাইমারি কালার্স’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র‍্যাম্বলিং রোজ’-সহ অসংখ্য উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় করেন ডায়ান। ডেভিড লিঞ্চ নির্মিত ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমা ১৯৯০ সালে মুক্তি পায়। এতে খলনায়িকা চরিত্রে অভিনয় করেন ডায়ান। ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ও ‘র‍্যাম্বলিং রোজ’ সিনেমার জন্য আরো দুইবার অস্কার মনোনয়ন পান এই অভিনেত্রী।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…