কক্সবাজারের চকরিয়া পৌর শহরের প্রধান বক্স সড়কে প্রতিনিয়ত টমটম ও ইজিবাইকের রাজত্ব চলছে।
চকরিয়া পৌর শহরের প্রধান বক্স সড়ক দিয়ে প্রতিনিয়ত সারাদেশের যানবাহন চলাচল করে। তারমধ্যে এটি হচ্ছে চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের অন্যতম প্রধান অংশ। এই সড়ক প্রতিদিন শত শত যাত্রীবাহী বাস কক্সবাজারে আসা- যাওয়া করে। তাই টমটম ও ইজিবাইক অবাধে চলাচলের কারণে প্রধান সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে যাত্রীবাহী বাসগুলো অনেক সময় যানজটে আটকে পড়ে।
সরেজমিনে গিয়ে অনেক পথচারীদের সাথে কথা বলে জানা যায়, টমটম ও ইজিবাইক চালকরা নিয়মকানুন না মেনে পৌর শহরের প্রধান বক্স সড়ক দিয়ে গাড়ি চলাচল করে থাকে। অথচ টমটম ও ইজিবাইক চলাচল করার জন্য প্রধান সড়কের দুই পাশে রাস্তা রয়েছে, কিন্ত টমটম ও ইজিবাইক চালকগণ ট্রাফিক পুলিশকে ফাঁকি দিয়ে প্রধান বক্স সড়কে তাদের গাড়িগুলো চলাচল করে। ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।
চকরিয়া পৌর শহরের ট্রাফিক ইনচার্জ (টিআই) মৃধুল কান্তি দাশ বলেন, টমটম ও ইজিবাইক যাতে পৌর শহরের প্রধান বক্স সড়কে চলাচল না করে সে ব্যাপারে আমরা সব সময় সতর্ক রয়েছি। কিন্তু আমাদের জনবল কম থাকার কারণে ইজিবাইক ও টমটম নিয়ন্ত্রণ করতে অনেক হিমশিম খেতে হচ্ছে। হয়তো, ট্রাফিক পুলিশ বিশ্রাম নিলে এ সময় অনেক টমটম ও ইজিবাইক প্রধান বক্স সড়ক দিয়ে চলাচল করে।
তিনি আরো বলেন, যারা ট্রাফিক আইন না মেনে প্রধান বক্স সড়ক দিয়ে টমটম ও ইজিবাইক চালায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। তাই আমি সরকারের প্রতি অনুরোধ করব চকরিয়া পৌর শহরের প্রধান বক্স সড়কের আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে। এছাড়া টমটম ও ইজিবাইকের চালকদের আইন-শৃঙ্খলার আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
এসআর