কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম উপজেলা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ২ টার সময় চকরিয়া থানার মিডিয়া সেল সেন্টার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মাইজকাকারা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ সেলিম (৩৫), ডুলাহাজারা ইউনিয়নের রিংভং দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ কামাল হোসেনের ছেলে মোহাম্মদ সাজ্জাত হোসেন (২৫) ও বদরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড টেকপাড়া এলাকার মাহামুদুল হকের ছেলে মোহাম্মদ আনছার (৩২)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ‘আটক তিন ডাকাত গত ৩০ অক্টোবর সুরাজপুর-মানিকপুর ইউপিস্থ ইয়াংছা রোড ডাকাতির সঙ্গে জড়িত। এ ছাড়া, আটক তিন ডাকাত কক্সবাজার আন্ত:ডাকাত দলের সদস্য। আটকদের বিরুদ্ধে থানায় অসংখ্য ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ইখা