অভিনব কায়দায় নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর ) রাতে লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে জালিয়াতির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ২টি সিল এবং ১ জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার আব্দুর রশিদের পুত্র মোঃ আলমগীর(২৬), বড়হাতিয়া ইউনিয়নের আব্দুল আলী সিকদার পাড়া এলাকার মৃত হাফেজ আব্দুছ সালামের পুত্র মোঃ শাহ আলম(৫০) এবং সদর ইউনিয়নের বিল্লা পাড়া এলাকার মৃত আক্তার মিয়ার পুত্র মোঃ নাজাত(২৩)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কয়েকজন ব্যক্তি কম্পিউটারে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে আসল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অনুরূপ নকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তৈরি করে বিদেশগামী মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র, এমন তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে থানা পুলিশ।
গতকাল (৩ নভেম্বর) রাতে প্রতারণা চক্রের এক সদস্য ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স বানিয়ে নিজ হেফাজতে রেখেছে এমন খবর পেয়ে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কাজিরপুকুর পাড় দোহা বিল্ডিং-এ উপস্থিত হয় থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মোঃ আলমগীর নামক এক ব্যক্তির কাছ থেকে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আরিফুর রহমান জানান, ‘প্রতারনার উদ্দেশ্যে জালিয়াতি করে তৈরি করে পুলিশ ক্লিয়ারেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি ভিসা প্রসেসিং-এর কাজে ব্যবহার করায় পেনাল কোড ১৮৬০ এর ৪৬৫/৪৭১/৪৭৩/৪২০/৩৪ ধারায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা-১০/১৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এসএম