এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৪, বহু আহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম

    ভারতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৪, বহু আহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

    সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

    বিলাসপুর-কাটনি রেলপথের লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনের আঘাত করে। সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

    বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং জানান, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধারের পর কাছের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

    দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।

    দেশটির রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

    উদ্ধারকৃত যাত্রীদের মাঝে এক শিশুও রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। ট্রেনের ভেতর ধ্বংসস্তূপে আটকে পড়ায় গুরুতর আহতদের অনেককেই সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

    দুই ট্রেনের সংঘর্ষে রেললাইনের বৈদ্যুতিক তার ও সিগন্যাল সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে ওই অঞ্চলের পুরো রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে। একাধিক এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা অথবা বিকল্প রুটে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে।

    এই দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সিগন্যাল ত্রুটি কিংবা মানবিক ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    সূত্র: এনডিটিভি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…