ঘুষ, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার ও অধীনস্থ পুলিশ সদস্যদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে আলোচিত আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানকে অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে কিশোরগঞ্জ জেলায় বদলি করা হয়।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা রেঞ্জের এক কর্মকর্তা সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'পুলিশ পরিদর্শক মো. আব্দুল হান্নানকে প্রশাসনিক কারণে বদলি করা হলো।' আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশও দেওয়া হয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি সময়ের কণ্ঠস্বরে তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাভার-আশুলিয়াসহ দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রতিবেদনে ওসি হান্নানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়, মামলা বাণিজ্য, অধীনস্থদের হয়রানি এবং আত্মীয়কে দিয়ে থানার কার্যক্রম পরিচালনার মতো ভয়াবহ অনিয়মের তথ্য উঠে আসে।
পুলিশ সদর দপ্তর বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করেন এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার মধ্যে আলোচনা শেষে তাকে আশুলিয়া থানা থেকে সরানোর সিদ্ধান্ত হয়।
ওসি হান্নানের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এমনকি থানার ভেতরের পুলিশ সদস্যরাও সরাসরি ভুক্তভোগী বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে পূর্ববর্তী প্রতিবেদনে মন্তব্য জানতে চাইলে ওসি আব্দুল হান্নান সময়ের কণ্ঠস্বরকে বলেছিলেন, 'আমার কোনো বক্তব্য নেই, যা বলার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলবেন।' এরপর তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ওসি হান্নানের বদলির খবর ছড়িয়ে পড়তেই আশুলিয়া ও সাভারে স্বস্তি ও উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা মন্তব্য ও স্ট্যাটাস দেন।
পরে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, 'ওসি বদলি হয়েছে কী হয়নি- আপনি জানেন না? আর বদলি হলে সেটা জেনে আপনারা কী করবেন? আপনারা যে নিউজটা করেছেন, সেটি নিয়ে আমি তদন্ত করছি। অভিযোগ সঠিক হলে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আর যদি মিথ্যা হয় তাহলে বিষয়টি প্রেস কাউন্সিলে পাঠাব।'
এ সম্পর্কিত আগের সংবাদ-
ওসি আব্দুল হান্নানের হাত থেকে রক্ষা পান না খোদ পুলিশও!
আশুলিয়ায় ওসি হান্নানের দাপট: ঘুষ, হয়রানি আর মাসোহারা বাণিজ্যে তোলপাড়
ঘুষ, মামলা বাণিজ্য, চাঁদাবাজি- কী নেই আশুলিয়া থানার ওসির সম্ভারে!
এসকে/আরআই