কুমিল্লা নগরীর ব্যস্ততম কান্দিরপাড় থেকে ধর্মপুর সড়ক কার্যত অচল হয়ে পড়েছে রাস পূর্ণিমা উপলক্ষে বসা চার দিনব্যাপী মেলার কারণে। রাণীরবাজার এলাকায় রাস্তার দুই প্রান্তে বাঁশ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে অফিসগামী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুটি ডাবল ডেকার বাস রাণীরবাজার এলাকায় আটকা পড়ে আছে। সড়ক বন্ধ থাকায় শিক্ষার্থীরা হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। এ সময় সড়কের উভয় পাশে অটোরিকশার দীর্ঘ সারিও দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমা কীর্তন উপলক্ষে সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু মেলা আয়োজনের জন্য পুরো সড়ক দখল করে দোকান ও প্যান্ডেল বসানোয় জনজীবনে নেমেছে দুর্ভোগ।
সাতোরা এলাকার সরকারি কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিসে যাই। কিন্তু এখন পুরো রাস্তা বন্ধ। হাঁটতে হয়, বিকল্প রাস্তাগুলোতেও যানজট।”অন্য এক পথচারী রিফাত হাসান বলেন, “রাণীরবাজার পর্যন্ত অটোরিকশায় এসে দেখি যানজট। বাধ্য হয়ে হেঁটে কান্দিরপাড় গেছি। শহরের রাস্তা দখল করে মেলা বসানো কোনোভাবেই যৌক্তিক নয়।”
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন, “মেলা কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। প্রশাসনেরও অনুমোদন আছে বলে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
তবে মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।
নগরবাসীর অভিযোগ, সড়ক দখল করে এমনভাবে উৎসব আয়োজনের প্রবণতা নিয়ন্ত্রণ না আনলে নগরজীবন আরও ভোগান্তিতে পড়বে।
এনআই