দেশের সর্বোচ্চ উচ্চতায় জাতীয় পতাকা এখন উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে। ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক কদম দূরে স্থাপন করা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর এই ফ্ল্যাগ স্ট্যান্ড।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জমকালো আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় এই স্থলবন্দর বাংলাবান্ধার প্রবেশমুখে নির্মিত হয়েছে ১১৭ ফুট উচ্চতার এই দৃষ্টিনন্দন স্ট্যান্ড। দিনের বেলাতেই জাতীয় পতাকা ওড়ানোর জন্য স্ট্যান্ডটিতে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ফ্ল্যাগ স্ট্যান্ডের পাশে রয়েছে নান্দনিক টেরাকোটার নকশা আর পডিয়ামে দন্ডায়মান স্তম্ভ। টেরাকোটার নকশা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরবে। পাশাপাশি দন্ডায়মান স্তম্ভগুলো পূর্ণাঙ্গ বাংলাদেশে গঠনের জন্য যে সব আন্দোলন অতিক্রম করতে হয়েছে, সেগুলো এই স্তম্ভগুলোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে প্রতিটি স্তম্ভ প্রতিটি আনোলনকে প্রতিফলিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
অনুষ্ঠানের আগে বাংলাবান্ধা কাস্টমস এলাকা থেকে জাতীয় পতাকা হাতে বর্ণাঢ্য র্যালি বের হয়। স্থানীয় হাজারো মানুষের ঢল নামে পুরো প্রাঙ্গণে।
অতিথিদের বক্তব্যে তারা জানান, বাংলাবান্ধায় জাতীয় পতাকা সর্বোচ্চ উচ্চতায় ওড়ানো এটি পঞ্চগড়ের মানুষের জন্য নতুন এক গৌরবের ইতিহাস। দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসবেন, যা পর্যটন শিল্পেও ইতিবাচক প্রভাব ফেলবে।
জেলা প্রশাসক মো: সাবেত আলী বলেন, পাশের দেশের সীমান্তে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে দেখা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের দাবি ছিল বাংলাদেশ অংশেও যেন তেমন একটি স্থায়ী, উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করা হয়। তাদের সেই স্বপ্নই বাস্তবে রূপ পেয়েছে আজ। স্ট্যান্ডটির নকশা আধুনিক আর্কিটেকচারের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এনআই