এইমাত্র
  • বরিশালে ‘ধানের শীষ’র রিকশা র‌্যালি
  • আবারও রেকর্ডবুক তোলপাড় করলেন জোকোভিচ
  • সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • মির্জাপুরে শিক্ষকদের কর্মবিরতি, ১৭০টি স্কুলে বন্ধ পাঠদান
  • তামিমের সেঞ্চুরিতে সিরিজ বাঁচাল যুবা টাইগারদের
  • বাঘায় কলেজছাত্রীর আত্মহত্যা
  • চুয়াডাঙ্গায় ৪০০ বস্তা সার জব্দ
  • গার্দিওলার ১০০০ ছোঁয়ার ম্যাচ
  • ঢাকা-১০ আসনে ভোটার হয়ে নির্বাচন করার ঘোষণা উপদেষ্টা আসিফের
  • বেনাপোল স্থলবন্দরে অগ্নি নির্বাপন মহড়া
  • আজ রবিবার, ২৫ কার্তিক, ১৪৩২ | ৯ নভেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম

    ইবির অবসরপ্রাপ্ত ড. ইয়াহইয়ার রহমান আর নেই

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ১০:২৫ এএম

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইয়াহইয়ার রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এ তথ্য নিশ্চিত করেন।

    জানা গেছে, ড. ইয়াহইয়ার বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন ওয়া উলূমুল কুরআন বিভাগ এবং উলূমুত তাওহীদ ওয়াদ দাওয়াহ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, ১৯৯৭ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের অক্টোবর পর্যন্ত তিনি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন।

    আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ‘ড. ইয়াহইয়ার রহমান আমাদের বিভাগের কুষ্টিয়া ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

    এদিকে, তার মৃত্যুতে জামাতপন্থী শিক্ষক সংগঠন গ্রীন ফোরাম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোও শোক বার্তা দিয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…