কক্সবাজারের চকরিয়ায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩জন।
আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৪জন নারী এবং ১জন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ ভাই মারা যান।
এইচএ