এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: শফিকুর রহমান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

    জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: শফিকুর রহমান

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোট ছাড়া নির্বাচনের কোনো ভিত্তি হতে পারে না। তাই আমরা দাবি করছি, আগে গণভোট হোক। এই গণভোটের মাধ্যমেই জনগণের মতামত যাচাই হোক।’

    বুধবার (৫ই নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায় না। এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটি যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটি তাদের উপর জুলুম হবে। তাই তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না।’

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোটে যাচ্ছে না—বরং জনগণকেই সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জোট করছি না, বরং জনগণকেই সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নামবো। ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল ও সৎ মানুষরাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।’

    দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়, পরিবর্তন চায়। সুশাসনের পরিবর্তে দেশে এখন দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে। আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি—দুর্নীতিকে ‘না’ বলুন। কেউ নিজে দুর্নীতি করবেন না, অন্যকেও করতে দেবেন না। তাহলেই আমাদের দেশটা ইনশাল্লাহ সুন্দর হবে।’

    প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, ’আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি—অতীতে যারা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করেছে, তাদের সরিয়ে দিতে হবে। কারণ জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো প্রশাসনিক প্রভাব টিকতে পারে না। জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটে।’

    তিনি আরও বলেন, ‘আমাদের ভোটাররা ১৫ বছরের ক্ষুধার্ত বাঘের মতো—তারা এবার ভোটের অধিকার ফিরে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। এই ভোটের জোয়ারে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, ইনশাআল্লাহ।’

    নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়বো। বেশি দেরি হলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। তাই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়াই শ্রেয়।’

    তিনি আরও বলেন, ‘জামায়াত ইতোমধ্যে বিভিন্ন আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এটা চূড়ান্ত নয়। আমরা সবাইকে নিয়ে চলছি, তাই প্রয়োজন হলে প্রার্থী তালিকায় পরিবর্তন আসবে।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…