এইমাত্র
  • শাহজালাল বিমানবন্দরে ককটেল বিস্ফোরণ
  • মাদারীপুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
  • ‘তদন্ত হলে হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাবেন কিছু উপদেষ্টার বিরুদ্ধে’
  • নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
  • আইরিশদের ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা
  • ‘গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না’
  • নারীদের ঘরে বন্দি করার ষড়যন্ত্র চলছে: সেলিমা রহমান
  • জেমস ও আলী আজমতের কনসার্ট স্থগিত
  • অন্তর্বর্তীকালীন সরকার আর নিরপেক্ষ নেই: ডা. তাহের
  • এবার আশুলিয়ায় পিকআপে আগুন
  • আজ শুক্রবার, ৩০ কার্তিক, ১৪৩২ | ১৪ নভেম্বর, ২০২৫
    খেলা

    ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

    ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
    ম্যাক অ্যালিস্টারে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ ।। ছবি: সংগৃহীত

    মৌসুমের শুরু থেকেই একের পর এক জয়ে দুর্দান্ত ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের এবারের ম্যাচে এসে ছন্দপতন ঘটল স্প্যানিশ জায়ান্টদের। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হেরেছে জাভি আলোনসোর শিষ্যরা।

    মঙ্গলবার (৪ নভেম্বর) ১-০ গোলে জিতেছে আন্দ্রে স্লটের দল। ‘অল রেড’দের হয়ে একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।

    এদিন পুরো ম্যাচে বল দখলে পিছিয়ে থাকলেও রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার ভালোই পরীক্ষা নিয়েছে স্বাগতিকরা। পুরো ম্যাচে ১৭টি শট নিয়েছে তারা। যার ৯টি ছিল লক্ষ্যে। আর নিজেদের খুঁজে ফেরা রিয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।

    এদিন শুরু থেকেই রিয়াল শিবিরে ভীতির ছড়াতে থাকে ‘অল রেড’রা। ম্যাচের ১০তম মিনিটে বাইলাইনে বল খু্ঁইয়ে বসে রিয়াল। এতে দারুণ সুযোগ পেয়ে বসে লিভারপুল। তবে ম্যাক অ্যালিস্টার তা কাজে লাগাতে পারেনি। এরপর ধীরে ধীরে পজিশন ধরে আক্রমণের চেষ্টা করতে থাকে রিয়াল। তবে সেই চেষ্টা থেকে চেষ্টার মধ্যে। বলার মতো তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি ভিনি-এমবাপ্পেরা।

    উল্টো ২৭তম মিনিটে ‘কাউন্ডার অ্যাটাকে’ গোলের দারুণ সুযোগ তৈরি করে লিভারপুল। কিন্তু অসাধারণ নৈপুণ্যে সে যাত্রায় রিয়ালের জাল অক্ষত রাখেন কোর্তোয়া। ওয়ান-অন-ওয়ানে সোবোসলাইয়ের জোরাল শট এগিয়ে এসে পা দিয়ে আটকান গোলরক্ষক।

    ৪৩তম মিনিটে আবারও কোর্তোয়ার নৈপুণ্যে রক্ষা পায় সফরকারীদের। ডি-বক্সের বাইরে থেকে সোবোসলাইয়ের জোরাল শট ঝাঁপিয়ে আটকান বেলজিয়ান গোলরক্ষক।

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় লিভারপুল। শুরু থেকে কর্তোয়া বেশ কয়েকটি বল আটকালেও শেষ রক্ষা হয়নি। ৬১তম মিনিটে সোবোসলাইয়ের ক্রসে ম্যাক অ্যালিস্টারের হেডে সেই প্রাচীর ভেঙে যায়। গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াল, ম্যাচ শেষ হয় ১–০ ব্যবধানে লিভারপুলের জয়ে।

    ৮৬ মিনিটে ডান দিক থেকে সালাহর নেওয়া শট ফিরিয়ে দেন কোর্তোয়া। ফিরতি বলে সালাহর দ্বিতীয় প্রচেষ্টাও ঠেকিয়ে দেন রিয়ালের ডিফেন্ডার এদের মিলিতাও।

    মৌসুমে এই প্রথমবারের মতো কোনো ম্যাচে গোলহীন থাকল রিয়াল মাদ্রিদ। চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের পাঁচ নম্বরে, সমান পয়েন্ট নিয়েই ছয়ে অবস্থান করছে লিভারপুল।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…