এইমাত্র
  • যশোরে স্বর্ণসহ পাচারকারী আটক
  • নামিবিয়ার দায়িত্ব নিলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
  • হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত
  • লালমনিরহাটে দ্বিতীয় দফায় হরিজনদের মানববন্ধন
  • পরিচয় শনাক্তে গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ মরদেহ তোলা শুরু
  • স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা প্রেসিডেন্ট
  • এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে
  • প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে সাবেক সেনা সদস্যের ওপর হামলার অভিযোগ
  • বিএনপির প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
  • উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, শাহবাগে যান চলাচল স্বাভাবিক
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোন ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

    নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোন ধরনের হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

    রাসেল শেখ, গাজীপুর সদর প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশের নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রিয়েডিবল এবং উৎসবমুখর। নির্বাচন বিষয়ে বাংলাদেশে কোন ধরনের হুমকি নেই।

    তিনি বুধবার (৫ নভেম্বর) গাজীপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘গাজীপুরে আমাদের কিছু সমস্যা রয়েছে। এখানে আজকে আমাদের আইন-শৃঙ্খলা সভা ছিল। আপনারা জানেন, আমাদের এই সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি এবং মাদক। আমরা সমাজ থেকে কিভাবে এগুলো দূর করতে পারি। মাদক সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা যদি সবাই সহযোগিতা করতে না পারি, দিন দিন মাদক বেড়ে যাচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

    উপদেষ্টা বলেন, ‘একটা ঘটনা ঘটে যাওয়ার আগেই প্রতিকার হলে সুবিধা। আমাদের ডিসি একটা কথা বলেন- হ্যাপেনিং সিটি। গাজীপুর জেলা হলো একটা হ্যাপেনিং সিটি। এখানে অনেক ঘটনা ঘটে যায়। কিন্তু, সব ঘটনা সত্যি না। এখানে কিছু ঘটনা আছে সত্যি, কিছু ঘটনা আছে অসত্য। যেগুলো সত্য ঘটনা সেগুলো আপনারা (সাংবাদিকে) প্রকাশ করুন, আমাদের কোন আপত্তি নেই। যেগুলো অসত্য ঘটনা সেগুলোকেও আপনারা বলবেন এসব অসত্য ঘটনা। যদি এভাবে কাজ করেন তাহলে সমাজের জন্য ভালো, এলাকার জন্য ভালো।’

    তিনি আরও বলেন, ‘গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে বহু লোক কর্মসংস্থানের জন্য আসা যাওয়া করে। তারা বহুদূর থেকে এসে বসবাস করে। এখানে চাঁদাবাজ নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা হয়েছে । এসব বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন। গাজীপুরে পুলিশের সংখ্যা কম। ইতোমধ্যে কিছু পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া অতিরিক্ত পুলিশ দেওয়া হচ্ছে। নির্বাচনের সময় আরও পুলিশ দেওয়া হবে।’

    উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, ‘জামিনে মুক্তি পাওয়ার পর আবারও কেউ যদি কোন ধরনের অপরাধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। তবে, জামিন দেওয়ার বিষয়ে আমার হাতে নেই। আদলত যাকে মনে করে তাকে জামিন দিতে পারেন।’

    তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব ছড়ায়। সাংবাদিকদের অনেক ধন্যবাদ। কারণ আপনারা সত্য প্রকাশ করার পরে দেশে অনেক গুজব কমে গেছে। আপনারা সব সময় সত্য ঘটনা প্রকাশ করবেন এবং পার্শ্ববর্তী দেশ যদি মিথ্যা বলে তাহলে আপনারা সত্য প্রকাশ করে দিবেন। এই কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতেও করবেন।’

    তিনি আরও বলেন, ‘কোন দল নিয়ে আমাদের কোন নির্দেশনা নাই। নির্বাচনে কতগুলো ফ্যাক্টর রয়েছে। মেইন ফ্যাক্টর হলো জনগণ। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, ওই সময়ে কেউ কোন কিছু চেষ্টা করলেও করতে পারবে না। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের একটা বিরাট কাজ আইনশৃঙ্খলা রক্ষা করার বিষয়ে। এজন্য সবাই একসঙ্গে কাজ করলে কোন সমস্যা হবে না।’

    উপদেষ্টা আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক মিথ্যা ঘটনা ঘটায়। আপনারা যারা প্রিন্ট মিডিয়ায় আছেন তারা সত্য ঘটনা প্রকাশ করে দিবেন।’

    তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। দুষ্কৃতিকারীরা যাতে কোনো রকম কার্যক্রম চালাতে না পারে সেজন্য আমরা আপনাদের সহযোগিতা চাই।’

    সচিব ড. মোহাম্মদ এমদাদ, গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন প্রমুখ সভাগুলোতে উপস্থিত ছিলেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…