এইমাত্র
  • রাজধানীর আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন
  • জয়ের চেয়েও বেশি আনন্দিত ভারতের বিপক্ষে জিতে: হামজা চৌধুরী
  • ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা
  • ভারতের বিপক্ষে জয়ে ফুটবলারদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
  • গত দেড় বছরে জামায়াতের নেতাকর্মীরা কোনো প্রতিশোধ নেয়নি: ডা. শফিকুর
  • ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ কারাগারে
  • ভারতকে হারাল বাংলাদেশ
  • রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
  • কাশিমপুর কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • মোরছালিনের গোলে এগিয়ে বাংলাদেশ
  • আজ বুধবার, ৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৯ নভেম্বর, ২০২৫
    খেলা

    স্কোয়াড ঘোষণা না করেই চলছে জাতীয় দলের ক্যাম্প

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

    স্কোয়াড ঘোষণা না করেই চলছে জাতীয় দলের ক্যাম্প

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম

    কদিন আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। পারিবারিক কারণে দলের ক্যাম্পের শুরুতে ছিলেন না তিনি। তবে মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকায় এসে বিকেলে অনুশীলনে যোগ দেন এই স্প্যানিশ কোচ।

    নেপাল ও ভারতের বিপক্ষে আসন্ন দু’টি ম্যাচকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ দলের প্রস্তুতি। অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্য জানিয়েছেন ক্যাবরেরা। তবে ক্যাম্প শুরু হলেও এখনো কেন জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি।

    এ নিয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তই প্রকাশ করেন ক্যাবরেরা। তিনি বলেন, ‘‘আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। খেলোয়াড় তালিকা গণমাধ্যমে না দেওয়ার বিষয়টি বাফুফের সিদ্ধান্ত।

    আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই দু্ই ম্যাচকে সামনে রেখেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    তবে পুরো প্রস্তুতি ক্যাম্পই চলছে গোপন স্কোয়াড নিয়ে। সহকারী কোচ, ম্যানেজার এমনকি খেলোয়াড়রাও জানেন না, কারা আনুষ্ঠানিকভাবে ডাক পেয়েছেন। অতীতেও এমন ঘটনা ঘটেছে। ক্যাম্প শুরু হলেও তালিকা প্রকাশ করা হয়নি।

    এই বিষয়ে ক্যাবরেরার অবস্থান স্পষ্ট, ‘এটা কোচের নির্দেশ নয়। আমি সবসময় ক্যাম্প শুরুর আগে খেলোয়াড়দের তালিকা দিয়ে থাকি।’

    অন্যদিকে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘এখন পর্যন্ত মিডিয়া বিভাগে জাতীয় দলের তালিকা পৌঁছেনি। তাই প্রকাশ করা যায়নি।’

    এদিকে এই ক্যাম্পে এখনও যোগ দেননি বসুন্ধরা কিংসের সাত ফুটবলার। এছাড়া ১০ নভেম্বর দেশে ফিরবেন হামজা চৌধুরী। তবে কানাডিয়ান লিগের প্লে অফের ম্যাচ থাকায় কিছুটা দেরিতে আসবেন শমিত সোম। তবু নেপালের বিপক্ষে দুজনকেই মাঠে দেখতে চান ক্যাবরেরা।

    তাদের প্রসঙ্গে এই কোচ বলেন, হামজা সম্ভবত ১০ তারিখের মধ্যে চলে আসবে। সবকিছু যদি ঠিকঠাক চলে এবং সে (হামজা) ভালো বোধ করে, তাহলে কেন নয়? সে অবশ্যই খেলবে। আর শমিত সম্ভবত একটু পরে আসছে। নেপাল ম্যাচে তার অন্তত কিছু মিনিট যেন খেলার সুযোগ হয়, আমরা সে চেষ্টা করব।’

    সামনে প্রতিপক্ষ নেপাল হলেও বাংলাদেশের মূল ফোকাস ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ক্যাবরেরা ভারতের বিপক্ষে জয়ের আশা করছেন, ‘এটাই লক্ষ্য, অবশ্যই দুটি ম্যাচ জেতা। এর আগে নেপালের বিপক্ষে জয়ের জন্য ভালো প্রস্তুতি নেওয়া। পাশাপাশি প্রধান উদ্দেশ্য ভারতের বিপক্ষে জয়।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…