মুন্সিগঞ্জের সিরাজদিখানে চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সিরাজদিখান থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আদ্রা গ্রামের মো. বাদল মিয়ার ছেলে ইয়াছিন (১৯), নবীনগর থানার মো. সাদেক মিয়ার ছেলে মো. সাকিব (২০), একই থানার নাড়ই ব্রাহ্মনহাতা গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৪) এবং নওগাঁ জেলার পত্নীতলা থানার সোনাপুর গ্রামের সামছুল আলমের ছেলে মো. রউশন হাবিব ইয়াছিন (২০)।
সিরাজদিখান থানার ওসি মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘সিরাজদীখান থানায় দায়ের করা চুরির মামলার ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। এরপর ঢাকার খিলক্ষেত এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও কসবা এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
তিনি বলেন, ‘তারা চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয়কারী আন্তজেলা চক্রের সক্রিয় সদস্য। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এসএম