এইমাত্র
  • ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার রেমিট্যান্স
  • নতুন বাবরি মসজিদের জন্য একজন একাই দিচ্ছেন ৮০ কোটি টাকা
  • ৪ নারী পাচ্ছেন বেগম রোকেয়া পদক
  • নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে কমিশন সম্পূর্ণ প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানালেন সিইসি
  • ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেফতার
  • সৌদিতে এক সপ্তাহে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • ইসরায়েলের রাজনীতি থেকে কী সরে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • আজ সোমবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

    মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

    মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান–শ্রীনগর) আসনে ঘোষিত দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে জেলার শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

    বিক্ষোভে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মমিন আলীর শতাধিক নেতাকর্মী অংশ নেন। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শ্রীনগরের চকবাজার এলাকায় জড়ো হন। পরে মমিন আলীর নেতৃত্বে মিছিল নিয়ে তারা ছনবাড়ী এলাকায় অবস্থান নেন।

    বিক্ষোভে নেতাকর্মীরা অভিযোগ করেন, দলের দুঃসময়ে মাঠে থাকা ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করে দল মনোনয়ন দিয়েছে এমন একজনকে, যাকে রাজপথে দেখা যায়নি। তারা বলেন, ত্যাগীদের মূল্যায়ন না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।

    পরে শ্রীনগর ডাক বাংলোয় বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন, যারা জনগণের পাশে ছিলেন,দল চূড়ান্তভাবে তাদেরই মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। জনগণ যাকে চায়, দল তাকেই মূল্যায়ন করবে।

    তিনি আরও বলেন, জনগণের শক্তির কাছে কোনো ক্ষমতাই টিকে থাকতে পারে না। ষড়যন্ত্রের পরও বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল।

    উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    উল্লেখ্য, মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…