এইমাত্র
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • হাড় কাঁপাতে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’
  • গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল: মান্না
  • রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার নামে মামলা হয়েছে: শিশির মনির
  • দুপুরে সংবাদ প্রকাশ, বিকেলে সিলগালা নকল ঔষুধের কারখানা
  • বাড়ল সয়াবিন তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
  • ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি
  • আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

    ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৫ নভেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

    ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি। করতেন অর্শ্ব–পাইলসের অস্ত্রোপচারও। দূরদূরান্ত থেকে রোগীরা ছুটে আসতেন তার কাছে। এভাবে দীর্ঘদিন তার ব্যবসা চলার পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জানা গেছে, জাহিদুল ইসলাম একজন ভুয়া চিকিৎসক। চিকিৎসাবিদ্যালয় থেকে তার কোনো ধরনের সনদ নেই।

    বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর বাজারের পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জাহিদুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাবাসের আদেশ দেওয়া হয়।

    দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাগুড়িয়া গ্রামের মৃত. লালু শেখের ছেলে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে চিকিৎসক হিসেবে সনদ দেখতে চাইলে তিনি চিকিৎসকের কোনো প্রমাণ দেখাতে পারেননি। পরে ভুয়া চিকিৎসক পরিচয় দেওয়া জাহিদুল ইসলামকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০-এর (২২) ধারা অনুযায়ী তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, ‘জাহিদুল ইসলাম ভুয়া চিকিৎসকের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাই তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।’

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…