বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিশোধ নিলে দেশ বধ্যভূমি হতো বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সিলেটে জামায়াতে ইসলামী আয়োজিত সুধি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, সকল ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোকে সঙ্গে নিয়েই আগামীতে পথ চলতে চায় জামায়াত ইসলামী। দল ও ধর্মের ভিত্তিতে দেশকে আর বিভক্ত করতে দেওয়া হবে না।’
জামায়াত প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করে না দাবি করে তিনি বলেন, ‘প্রতিশোধের রাজনীতি করলে ৫ আগস্ট দেশ বধ্যভূমিতে পরিণত হতো।’
শফিকুর রহমান বলেন, ‘রাজকীয় মন নিয়ে রাজনীতি করতে হয়। উজাড় করে দিতে হয়। কিন্তু দেশের রাজনীতিকরা নির্বাচিত হলেই ইবাদতকে খাজনায় পরিণত করে।’
তিনি বলেন, ‘অসৎ রাজনীতিকরা নিজেদের স্বার্থে পুলিশকে অপরাধে জড়িত করেছিল। দেশ চালাতে পুলিশ লাগবেই। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
জামায়াত আমির বলেন, ‘আওয়ামী লীগ আমলে স্বাভাবিকভাবে কথা বলার স্বাধীনতা ছিল না। যখন তখন যে কেউ অদৃশ্য হয়ে যেত। জামায়াতকে নির্মূল করতে বারবার হুমকি দেওয়া হয়েছে। জামায়াত নেতাকর্মীরা নিজেদের বাড়িঘরের থাকতে পারতেন না।’
জামায়াত সরকার গঠন করলে সরকারি জামায়াতের এমপিরা সরকারি বাড়তি সুবিধা নেবে না বলেও জানান তিনি।
নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সুধি সমাবেশে দলের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
এফএস