গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার মাওনা এলাকার মুলাইদ খন্নার মার্কেটে অবস্থিত খন্দকার রাইস মিল এর বৈদ্যুতিক মিটার চুরির পর ফেরতের নামে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে।
আজ শুকবার ( ৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী মিলের মালিক মোঃ আব্দুল মজিদ সময়ের কণ্ঠস্বর- কে বলেন, দীর্ঘদিন ধরে খন্দকার রাইস মিল নামে হলুদ ও মরিচ ভাঙ্গার ব্যবসা পরিচালনা করে আসছি। মিলটিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৫৮৯২৯৫০ নম্বর মিটারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
গত ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে কিছুক্ষণ পর আশপাশের বাড়িতে বিদ্যুৎ ফিরে আসে, কিন্তু আমার মিলে বিদ্যুৎ না আসায় আমি মিটারের কাছে গিয়ে দেখি অজ্ঞাত কেউ মিটারটি খুলে নিয়ে গেছে।
পরে আমি দেখতে পাই মিটারের পাশে একটি চিরকুটে মোবাইল নম্বর (০১৩২৮-০৭৬৪২১) লেখা আছে, যেখানে উল্লেখ ছিল ১০,০০০ টাকা পাঠালে মিটার ফেরত দেওয়া হবে।
ওই নম্বরে ফোন করলে অপর প্রান্তের ব্যক্তি ১০ হাজার টাকা দাবি করেন। আমি ২ হাজার টাকা দিতে রাজি হলেও সেই ব্যক্তি রাজি হননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বর-কে বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। বিষয়টি আইনগতভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর