এইমাত্র
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

    পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

    জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস (BUHS)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

    বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরে BUHS অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জে. এম. এ. হান্নান। ট্রেজারার প্রফেসর ড. এস. কে. আকতার আহমদ, ডিন প্রফেসর এস. এম. মুরাদুজ্জামান, রেজিস্ট্রারার প্রফেসর ড. মো. জাহিদ হাসান প্রমুখ।

    এছাড়া PSDRI-এর পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান চৌধুরী, পরিচালক (এডুকেশন ও ট্রেনিং) এ. এফ. এম. ফজলে রহিম, পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মানিক কুমার ঘোষ, এবং পরিচালক (অপারেশনস অ্যান্ড লজিস্টিকস) মো. আরিফ আল মামুন।

    চুক্তির আওতায় জনস্বাস্থ্য শিক্ষা, পেশাগত নিরাপত্তা ও পরিবেশ স্বাস্থ্য, এবং আন্তর্জাতিক মানসম্মত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রোগ্রাম যৌথভাবে বাস্তবায়ন করবে উভয় প্রতিষ্ঠান। প্রশিক্ষণ কার্যক্রমগুলো ISO 45001:2018, ILO-OSH 2001 এবং WHO এর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে। অনুষ্ঠানে BUHS-এর পক্ষে

    অনুষ্ঠানে BUHS-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জে. এম. এ. হান্নান বলেন, “এই সহযোগিতা দেশের জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ বাড়বে, যা দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।”

    PSDRI-এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান চৌধুরী আশা প্রকাশ করে তার বক্তৃতায় বলেন, “এটি জাতীয় দক্ষতা উন্নয়নের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ বাস্তবায়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।” PSDRI ও BUHS-এর এই চুক্তি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়নভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠান দুইটি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…