এইমাত্র
  • ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়: ফখরুল
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলফাডাঙ্গায় দোয়া মাহফিল
  • যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
  • ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত
  • তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্ত্রীকে নৃশংসভাবে হত্যা
  • মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী গ্রেপ্তার
  • হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
  • সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি
  • মুক্তিযুদ্ধের ইতিহাসে মোড় ঘোরানোর দিন
  • পাবনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন ‘আমরা কিছুই জানি না’

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

    মাথা কেটে সৎ ভাইদের বিরুদ্ধে মামলা, স্বাক্ষীরা বললেন ‘আমরা কিছুই জানি না’

    মো. মোস্তাফিজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

    বরগুনার তালতলীতে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মরিয়ম বেগম নামের এক নারীর বিরুদ্ধে নিজেই নিজের মাথা ‘কেটে’ সৎ ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তবে মামলার স্বাক্ষীরা জানিয়েছেন, ‘দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে, তখন মরিয়মের মাথায় কোন আঘাতের চিহ্ন দেখিনি।’

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

    জানা গেছে, পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙ্গা গ্রামের মৃত. আমজেদ ফরাজীর ছোট স্ত্রীর মেয়ে মরিয়ম বেগম। দীর্ঘদিন ধরে তার সৎ ভাই নাসির ফরাজী, সেলিম ফরাজী ও চুন্নুু ফরাজীর সঙ্গে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে সম্প্রতি ওই জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে চলতি বছরের ২৬ অক্টোবর মরিয়ম বেগম নিজেই নিজের মাথা ‘কেটে’ নাটক সাজিয়ে সৎ তিন ভাইসহ ৫ জনকে আসামি করে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এই মিথ্যা মামলার প্রতিবাদ ও ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, ‘মরিয়ম বেগম নিজেই নিজের মাথা ‘কেটে’ নাটক সাজিয়ে সৎ ভাইদের বিরুদ্ধে সাজানো মামলা করেছেন। এতে নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। তিনি নারী হওয়ার সুযোগ নিয়ে এলাকার মানুষের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। প্রশাসনের কাছে আমাদের দাবি, এই সাজানো মামলার বিষয়টি দ্রুত তদন্ত কওে সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে নির্দোষ লোকজনদের হয়রানি থেকে মুক্তি দেওয়া হোক।’

    মামলার প্রধান সাক্ষী মারজিয়া বেগম বলেন, ‘আমি মরিয়মের চিৎকার শুনে তার ঘরে যাই। দেখি সে বোকরা পড়ে আছে। এময় তার শরীরে বা মাথায় কোনো আঘাতের চিহ্নও দেখিনি। যদিও দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে।’

    আরেক সাক্ষী কহিনুর বেগম বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। আমি কিছুই জানি না। পরে গ্রামের লোক মুখে শুনেছি মামলা হয়েছে। সেখানে আমাকে স্বাক্ষী রাখা হয়েছে। মরিয়মের মাথা কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। আমি আদালতে মিথ্যা সাক্ষী দিতে পারব না।’

    প্রত্যক্ষদর্শী জাকির ফরাজী বলেন, ‘দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়েছে ঠিকই, কিন্তু মরিয়মের মাথায় কেউ আঘাত করেনি। এটি সম্পূর্ণ সাজানো নাটক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।’

    তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, ‘কাউকে অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ নেই। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।’

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…