যশোরে পরকীয়া নিয়ে স্বামীর সাথে মনোমালিন্যে চুমকি বিশ্বাস (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহরতলী ধর্মতলা হ্যাচারি পাড়ায় বাবার বাড়িতে তিনি গলায় ফাঁস দেন। চুমকি অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের পলাশ রায়ের স্ত্রী। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্বজনরা জানিয়েছেন, পরকীয়া নিয়ে স্বামী পলাশ রায়ের সাথে মনোমালিন্যে চলছিল চুমকি বিশ্বাসের। সম্প্রতি স্বামীর ওপর অভিমান করে তিনি (চুমকি) ধর্মতলা হ্যাচারিপাড়ায় বাবা নির্মল বিশ্বাসের বাড়িতে চলে আসেন। এরপর থেকে মানসিক হতাশায় ভুগছিলেন।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়ির একটি ঘরে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে চুমকি গলায় ফাঁস দেয়। বাবার বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। এসময় জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক চুমকিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য মনির হোসেন জানান, পরকীয়া নিয়ে স্বামীর সাথে গোলযোগের জের ধরে চুমকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এনআই