এইমাত্র
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

    ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

    চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

    শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর, নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় প্রায় এক ঘণ্টার এই বিক্ষোভে কর্মী-সমর্থকরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার এবং কর্ণেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন পূর্ণ বিবেচনার দাবি জানান।

    খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা সদরের দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত ৭ নভেম্বরের সংহতি দিবসের সভার আয়োজন করেন উপজেলা বিএনপি। নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার। একই সময় কার্যালয়ের ৫০০ গজ দূরে রাজঘাটে একই কর্মসূচি দেন সদ্য দলের মনোনয়ন পাওয়া মো. সরোয়ার আলমগীরের অনুসারীরা। বিকেল থেকে উভয় পক্ষের অনুসারীরা সভাস্থলে যোগ দেন।

    বিকেল সাড়ে চারটার দিকে সরোয়ার আলমগীরের নেতৃত্বে একটি মিছিল বিবিরহাট বাজার প্রদক্ষিণ করে। কিছুক্ষণ পরেই দলীয় কার্যালয়ের সামনে কর্ণেল বাহারের অনুসারীরা টিউব-টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও কর্ণেল আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

    বিক্ষোভকারী বিএনপি নেতা কুতুব উদ্দিন চৌধুরী বলেন, “কর্ণেল বাহার ১৭ বছর আ’লীগের শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অথচ তাঁকে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। আমরা এটি মেনে নিতে পারি না। আমাদের নেতাকে মনোনয়ন দিতে হবে।”

    ছাত্রদল নেতা তানভির চৌধুরী বলেন, “আমরা বাহার ভাইকে মনোনয়ন দেওয়ার দাবি জানাই। এটি ফটিকছড়িবাসীর দাবী। দুর্দিনের বাহার ভাইকে আমরা কখনো ভুলব না।”

    উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহার বলেন, “আমরা সংহতি দিবসের সভা শেষে চলে যাই। পরে দলের নেতা-কর্মীরা আবেগের জেরে কিছুটা বিশৃঙ্খলা এবং সড়কে নেমেছেন। পরে আমরা তাদের শান্ত করি। পুলিশও এতে সহযোগিতা করেছে।”

    বিএনপির মনোনয়নপ্রাপ্ত সরোয়ার আলমগীর বলেন, “উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন এবং থাকবেন। আবেগের কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে।”

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “সড়কে বিশৃঙ্খলা দেখে আমরা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…