এইমাত্র
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বিভাগীয় সভাপতি নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

    বিভাগীয় সভাপতি নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে ইবি শিক্ষার্থীদের অবস্থান

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:১১ পিএম

    নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ, বিভাগের স্থবিরতা দূরীকরণ, সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকের শাস্তি পুনর্বিবেচনা-সহ জুলাইবিরোধী সনাক্তকরণ তদন্ত কমিটির জবাবদিহি নিশ্চিত করতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা।

    রবিবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে উপাচার্য নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের আশ্বাস দেন।

    তাদের হাতে ‘বিভাগে সভাপতি নাই, বিভাগ চলবে কিভাবে?, রাঘববোয়ালরা বাহিরে কেন?, নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ চাই, তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ; শিক্ষকের শাস্তির পুনর্বিবেচনা চাই’, ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

    এসময় শিক্ষার্থীরা জানান, ‘বিভাগের বর্তমান সভাপতি জুলাইবিরোধী অবস্থানের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন সভাপতির পদ খালি রয়েছে। গত এক সপ্তাহ যাবৎ বিভাগ স্থবির। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে ওই পদে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগ দিতে হবে। এছাড়া শিক্ষকের বিরুদ্ধে নেওয়া শাস্তির সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে প্রশাসনের প্রতি আহ্বান করছি। রাঘববোয়ালদের বাহিরে রেখে চুনোপুঁটিদের বরখাস্ত করছে প্রশাসন।’

    এদিকে ওই বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত সহ মোট ৫ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকরা হলেন— সহকারী অধ্যাপক ও সভাপতি মো. মেহেদী হাসান (বিচারাধীন সাময়িক বরখাস্ত), সাহিদা আখতার (কর্তব্যরত ছুটিতে), বিলাসী সাহা, বনানী আফরীন (শিক্ষা ছুটিতে) ও প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ মীম (সদ্য নিয়োগপ্রাপ্ত)। বিভাগটি শিক্ষক সংকটে রয়েছে।

    এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘কাল বিভাগ থেকেই সভাপতি নিয়োগ দেওয়া হবে। যারা সাময়িক বরখাস্ত হয়েছে তাদের বিষয়টা সামগ্রিক। আমরা শাস্তি নির্ধারণের জন্যে উচ্চতর তদন্ত কমিটি গঠন করছি। অপরাধের মাত্রা দেখে শাস্তি দেওয়া হবে।’

    উল্লেখ্য, জুলাই বিপ্লববিরোধী অবস্থানের কারণে বিভাগের বর্তমান সভাপতি মো. মেহেদী হাসান সহ ১৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করে প্রশাসন। সভাপতির পদ খালি হওয়ায় স্থবির হয়ে আছে বিভাগটি।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…