এইমাত্র
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে চোর সন্দেহে যুবদল কর্মীকে গণপিটুনি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

    পঞ্চগড়ে চোর সন্দেহে যুবদল কর্মীকে গণপিটুনি

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ৯ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

    পঞ্চগড়ের আটোয়ারীতে চোর সন্দেহে এক যুবদল কর্মীকে গণপিটুনির ঘটনায় তার একটি পা ভেঙে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    আহত যুবকের নাম হামিদুল ইসলাম (৩৫)। তিনি বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের নতুনহাট দক্ষিণ শালশিরি এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়নের যুবদল ৮ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য বলে জানিয়েছে স্থানীয় দলীয় নেতারা। এছাড়া তিনি কামারহাট বণিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

    স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে আড়াইটার দিকে ত্রিশুলিয়া গ্রামের ভবেশ চন্দ্র রায়ের বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন হামিদুল। শব্দ পেয়ে পরিবারের সদস্যরা তাকে আটকানোর চেষ্টা করলে পালানোর সময় পাশের খালে পড়ে যান। পরে এলাকাবাসী তাকে ধরে মারধর করে। সকালে পুলিশ তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির জানান, হামিদুলের বাম পায়ের একাধিক স্থানে ভাঙন রয়েছে এবং তার ডান হাতেও আঘাত লেগেছে।

    ভবেশ চন্দ্র রায় বলেন, “আমি থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ সমঝোতার কথা বলে লিখিত স্বাক্ষর নিয়েছে। তারা জানিয়েছে, চাইলে পরে মামলা করা যাবে।’

    চুরি করতে এসেছে কিনা জানতে চাইলে ভবেশ বলেন, ‘চুরি করার ইচ্ছে না থাকলে অন্য একটি এলাকার মানুষ এতো রাতে তালা ভেঙে আমার ঘরে ঢুকবে কেন?’

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বলেন,‘“চোর সন্দেহে স্থানীয়রা ওই যুবককে মারধর করেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে রংপুরে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পক্ষ আপাতত কোনো অভিযোগ দেয়নি।’

    বোদা উপজেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মানিক জানান, ‘হামিদুল ওয়ার্ড কমিটির সদস্য, গুরুত্বপূর্ণ কোনো পদে নেই। শুনেছি, তিনি একটি বিয়ে বাড়ি থেকে ফেরার পথে এক নারীর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা ভুল বুঝে মারধর করে।’

    হামিদুল ইসলামের বোন জামাই সফিয়ার রহমান বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছি, কিন্তু কেন মারধর করা হয়েছে সেটা এখনও জানি না।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…