ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে সদ্য ঘোষিত বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর পরিবর্তন চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত চার নেতার সমর্থিত বিএনপির কর্মী ও স্থানীয় ভোটাররা।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে “আমরা নান্দাইলের সাধারণ বিএনপির ভোটার” নামীয় ব্যানারে ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের জোর দাবি জানিয়ে নান্দাইল উপজেলা সদরে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা রঙিন প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান লিখে নিয়ে আসেন—“ইয়াসের হটাও, নান্দাইল বিএনপি বাঁচাও”,“দল বাঁচাও, বিতর্কিত মনোনয়ন ঠেকাও”,এবং “ধানের শীষ আমাদের গর্ব, তবে বিতর্কিত নেতা নয়”—এরকম নানা দাবিতে তারা স্লোগান তোলেন।
নান্দাইল নতুন বাজার থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে তারা মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা “ইয়াসের খানের মনোনয়ন মানি না, মানবো না”, “বিতর্কিত মনোনয়ন মানি না, মানবো না”— এসব স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নান্দাইল আসনে বিতর্কিত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর মনোনয়ন বাতিল করে মনোনয়ন বঞ্চিত চার নেতার যেকোনো একজনকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। অন্যথায় তাঁরা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এনআই