এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

    সিরিয়ায় আল-শারাকে আইএসের হত্যাচেষ্টা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

    সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার জন্য ইসলামিক স্টেট (আইএস) ষড়যন্ত্র করে এবং এমন দুটি আলাদা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দামেস্ক। দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    সূত্রগুলোর মধ্যে, সিরিয়ার একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত কয়েক মাস ধরে শারা’র জীবন নিয়ে এই ষড়যন্ত্র করা হয়েছে এবং তা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

    এর মধ্য দিয়ে ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় শারা যে প্রত্যক্ষ হুমকির মুখোমুখি হচ্ছেন সে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়।

    সূত্রগুলো জানিয়েছে যে, একটি ষড়যন্ত্র করা হয়েছে শারা’র একটি পূর্বঘোষিত সরকারি বিষয়কে কেন্দ্র করে। কিন্তু বিষয়টির সংবেদনশীলতার কারণে এর বেশি তথ্য দেয়নি সূত্র।

    এদিকে, সিরিয়ার তথ্য মন্ত্রণালয় নিরাপত্তার কারণ উল্লেখ করে নির্দিষ্ট ষড়যন্ত্রের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে বলেছে, আইএস সিরিয়া এবং এ অঞ্চলের জন্য একটি প্রকৃত নিরাপত্তা হুমকি হিসেবে কাজ করে চলেছে।

    আরও জানায়, কর্তৃপক্ষ গত ১০ মাসে উপাসনালয়সহ বিভিন্ন স্থানে আইএসের বেশ কয়েকটি হামলা ব্যর্থ করেছে।

    এদিকে, মন্ত্রণালয় এক বিবৃতিতে রয়টার্সকে জানায়, সিরিয়া তার জনগণকে রক্ষা করার এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিশ্চিত করে।

    সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন প্রেসিডেন্ট আল শারা। সে সময় সিরিয়ার মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক ইসলামিক স্টেট-বিরোধী জোটে যোগ দেওয়ার প্রস্তুতির মধ্যে এ ষড়যন্ত্রের খবর সামনে এলো।

    রয়টার্স বলছে, গত ডিসেম্বরে ক্ষমতায় আসেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা। যিনি তার নেতৃত্বে থাকা ইসলামপন্থি বিদ্রোহী বাহিনীর অভিযানে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় বসেন।

    এরপর থেকে তিনি একজন মধ্যপন্থি নেতা হিসেবে নিজের ভাবমূর্তি তুলে ধরতে কাজ করছেন। তিনি আশা করেন ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক সিরিয়ার দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সমর্থনের দ্বার উন্মোচন করবে।

    সূত্র: রয়টার্স

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…