রাজধানীতে আয়োজিত হতে যাওয়া জনপ্রিয় রকস্টার জেমস ও পাকিস্তানের সুফি–রক তারকা আলী আজমতের যৌথ কনসার্ট হঠাৎ স্থগিত করা হয়েছে। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই আয়োজনে পুলিশের অনুমতি না পাওয়ায় আয়োজনটি শেষ স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এ কনসার্টটি হওয়ার কথা ছিল।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন ফেসবুকে জরুরি ঘোষণা দিয়ে জানায়, ‘অনিবার্য কারণবশত আজকের শো স্থগিত করা হলো।’
প্রতিষ্ঠানটি জানায়, সব প্রস্তুতি শেষ থাকলেও সরকারি অনুমতি না থাকায় অনুষ্ঠানটি বাতিল করা ছাড়া উপায় ছিল না। তবে দর্শকদের আশ্বস্ত করে তারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কনসার্টটি নতুন তারিখে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। পুরোনো টিকিট নতুন দিনে ব্যবহার করা যাবে কিংবা চাইলে ফেরতও নেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে টিকিট ক্রেতা, স্পন্সর ও স্টল মালিকদের প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, তারিখ ও ভেন্যু সম্পর্কে শিগগিরই আপডেট দেওয়া হবে।
পাকিস্তানের ব্যান্ড জুনুনের ভোকাল আলী আজমত ১৯৯১ সালে প্রথম অ্যালবাম ‘জুনুন’–এর মাধ্যমে পরিচিতি পান। পরে ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ আরও বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশ পায়। দীর্ঘদিন ব্যান্ডে থাকার পাশাপাশি তিনি বলিউডেও গেয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ব্যান্ডসংগীতের প্রতীকী নাম জেমস—দেশের সবচেয়ে জনপ্রিয় রক আইকন।
আরডি