কিশোরগঞ্জের করিমগঞ্জ ও পাকুন্দিয়া আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে করিমগঞ্জে বাজারের মোরগ মহাল এলাকা থেকে ও জেলা শহরের কালীবাড়ী নজরুল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সিরাজী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম বিলাশ।
পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে করিমগঞ্জের দুই নেতাকে গ্রেফতারের খবরে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী করিমগঞ্জ থানার সামনে জড়ো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার ভেতর বাহিরে অবস্থান নিয়ে ২ নেতার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। পুলিশের গাড়িতে তাদের তোলার সময় তারা গাড়িতে হামলার চেষ্টা করে। পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই দুজনকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ও করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ এবং কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআর