একের পর এক চোটে জর্জরিত অস্ট্রেলিয়া দল। এবার অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জস হ্যাজলউড। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী শুক্রবার পার্থ টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ। এর আগে চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে যান অজি অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার শন অ্যাবোট। এবার হ্যাজেলউডকে হারিয়ে বেশ বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া।
বেশ ছন্দে ছিলেন হ্যাজেলউড। শেফিল্ড শিল্ডের ম্যাচেও ভালো করছিলেন এই অজি পেসার। তবে গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন তিনি।
ম্যাচের তৃতীয় দিনে হ্যাজেলউড নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক স্টিভেন স্মিথকে জানান যে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করছেন। স্মিথ সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। পরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পাশের একটি ক্লিনিকে স্ক্যান করান তিনি।
প্রথম রিপোর্ট ঠিকঠাক আসে। তবে ফলো-আপ স্ক্যানে শনিবার লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে। হ্যাজেলউডের জায়গায় দলে এসেছেন পেসার মাইকেল নেসার।
ইখা