এইমাত্র
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • নীলফামারীতে বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাতিলের দাবিতে মশাল মিছিল
  • ভারত-সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানে
  • ট্রাম্পের ‌‌চরম অযোগ্যতায় এবার ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    গোল উৎসবে বিশ্বকাপে জার্মানি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

    গোল উৎসবে বিশ্বকাপে জার্মানি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

    একটুখানি ভুল হলেই ম্লান হয়ে যেতে পারত বিশ্বকাপের টিকিট। তাছাড়া স্লোভাকিয়ার বিপক্ষে প্রথম দেখায় হারের তিক্ত স্মৃতি ছিলই। কিন্তু কোনো চাপই যেন গায়ে মাখলেন না সানে-ভল্টামাডারা। প্রতিপক্ষকে গোলের ঝড়ে উড়িয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি। লাইপজিগের রেড বুল অ্যারেনায় সোমবার (১৮ নভেম্বর) রাতে বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়াকে ৬-০ গোলে ধসায় স্বাগতিক দল।

    নিক ভল্টামাডার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান সের্গে জিনাব্রি। লেরয় সানে প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পোক্ত করেন। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম লেখান রিডলে বাকু ও তরুণ আসান ওয়েদরেগো।

    উয়েফা নেশন্স লিগের ফাইনালসে টানা দুই পরাজয়ের পর সেপ্টেম্বরে ঠিক এই স্লোভাকিয়ার বিপক্ষেই হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল জার্মানি। তবে এরপর দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে পরের চার ম্যাচে তিনটিতে জাল অক্ষত রাখে তারা—মোট ১০ গোল দিয়ে হজম করেছে মাত্র একটি।

    শেষ রাউন্ডে এসে যেন সব হতাশার প্রলেপ মেখে দারুণ পারফরম্যান্স উপহার দিল জার্মানি এবং নিশ্চিত করল বিশ্বকাপের মূল পর্ব। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ সেরা। ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ স্লোভাকিয়াকে খেলতে হবে প্লে-অফে।

    ১৮তম মিনিটে ভল্টামাডার ধারাবাহিক নৈপুণ্যেই শুরুটা হয় জার্মানির। ডান দিক থেকে জসুয়া কিমিখের ছয় গজ বক্সে বাড়ানো ক্রস ধরে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন নিউক্যাসল ইউনাইটেডের এই ফরোয়ার্ড। এর ফলে দলটির সবশেষ চার গোলই আসে তার পা-বা মাথা থেকে—গত মাসে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জয়সূচক একমাত্র গোল, আর লুক্সেমবার্গের বিপক্ষে আগের রাউন্ডে দুটি।

    গোল খাওয়ার পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল স্লোভাকিয়া। কিন্তু টানা তিনটি প্রচেষ্টা জার্মান রক্ষণ সামলে নেয় এবং ফরোয়ার্ড দাভিদের শট অলিভার বাউমান আঙুলের ডগায় ঠেকিয়ে রক্ষা করেন দলকে।

    ২৯তম মিনিটে বায়ার্ন মিউনিখের দুই খেলোয়াড়ের দুর্দান্ত সমন্বয়ে ব্যবধান বাড়ে। লেয়ন গোরেটস্কার থ্রু পাস ধরে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন জিনাব্রি।

    বিরতির আগে পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে জার্মানি কার্যত খেলার মোড় ঘুরিয়ে দেয়। ৩৬তম মিনিটে ফ্লোরিয়ান ভিয়েৎসের থ্রু থেকে জোরালো শটে জালের দেখা পান সানে। এরপর ভিয়েৎসের ক্রস ধরে কাছ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলের চতুর্থ গোলও নিশ্চিত করেন গালাতাসারাইয়ের এই মিডফিল্ডার।

    দ্বিতীয়ার্ধেও বল দখল ও আক্রমণে আধিপত্য বজায় রাখে জার্মানি। ৬৭তম মিনিটে কয়েক সতীর্থের পা ঘুরে আসা বল জোরালো শটে জালে পাঠান বদলি হিসেবে নামা রিডলে বাকু।

    ৭৭তম মিনিটে কোচ ভিয়েৎসকে তুলে এনে তরুণ ওয়েদরেগোকে মাঠে নামান। আর মাঠে নামার দেড় মিনিট না যেতেই কোনাকুনি শটে দূরের পোস্টে বল জড়ান ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার। সানের পাস থেকে দলের ষষ্ঠ গোলটি আসে তার পা থেকে।

    ছয় ম্যাচের বাছাইপর্বে নিজেদের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল চারবারের বিশ্বকাপজয়ীরা—আর সেই সঙ্গে নিশ্চিত করল বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…