জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির রায় ঘিরে কমপ্লিট শাটডাউনের ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে দলটির ডাকা কর্মসূচিকে ঘিরে মহাসড়কে তেমন প্রভাব পড়েনি। স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে রাজধানীসহ সারা দেশে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন ব্যস্ততম সড়কগুলোতে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। রয়েছে যাত্রীদের ভিড়ও।
দেখা গেছে, গণপরিবহণও যথেষ্ট পরিমাণে চলাচল করছে। দূরপাল্লার বাস ও ট্রেন চলাচলও স্বাভাবিক। খুলেছে দোকানপাট, অফিস-আদালত এবং শিক্ষাপ্রতিষ্ঠানও। ঘোষিত শাটডাউন কর্মসূচির পক্ষে এখন পর্যন্ত কোনো মিছিল হয়নি, নেতাকর্মীদের উপস্থিতিও চোখে পড়েনি।
চট্টগ্রামে সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। রাজশাহীতেও শাটডাউনে জনজীবনে প্রভাব ফেলেনি। যানচলাচল করছে আগেই মতোই।
পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে শাটডাউনের প্রভাব নেই। দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ স্বাভাবিক রয়েছে। এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ও উপজেলা পরিষদ লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে কোটালীপাড়া থানায় ১টি ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ২টি ককটেল হামলার এ ঘটনা ঘটে।
চালক ও যাত্রীর সঙ্গে কথা হলে তারা জানান, অন্যান্য দিনের মতোই বাসসহ যানবাহন চলাচল করছে। তবে সড়কে দূরপাল্লার বাস কম চলাচল কম করছে।
তারা বলছেন, ‘শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগ শাটডাইন নামের কর্মসূচি দেওয়া হয়েছ বলে শুনেছি। অন্যান্য দিন অফিসের উদ্দেশ্যে সকাল সকাল রওনা হলেও আজ কিছুটা আকঙ্ক ছিল, তাই দেরি করে রওনা হয়েছি।
গতকাল সোমবার (১৭ নভেম্বর) সকালে মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল ও কাঁচপুর ঘুরে অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। রয়েছে যাত্রীদের ভিড়ও।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের এলাকায় কোনো সমস্যা হয়নি। আমরা ৩টা চেকপোস্ট বসিয়েছি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, রায়কে ঘিরে যেকোনো নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের বিভিন্ন স্থানে ৯টি চেকপোস্ট, জেলাজুড়ে ২৭টি পিকেট এবং ৪২টি মোবাইল টিম থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, সব মিলিয়ে দিনের বেলায় চার শতাধিক পুলিশ সড়ক-মহাসড়কে মোতায়েন রয়েছে। আর রাতের বেলায় থাকবে সাড়ে চার শতাধিক। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
এইচএ