এইমাত্র
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেসসচিব
  • নীলফামারীতে বুড়ি তিস্তা সেচ প্রকল্প বাতিলের দাবিতে মশাল মিছিল
  • ভারত-সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানে
  • ট্রাম্পের ‌‌চরম অযোগ্যতায় এবার ঘনিষ্ঠ হচ্ছে ভারত-রাশিয়া
  • মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮
  • খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বিলবোর্ডকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম

    বিলবোর্ডকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৪৫ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামে বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালবেলা শুরু হওয়া বিরোধের জেরে দুপুরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে দু’জন আহত হয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে জামায়াতে ইসলামী সমর্থক খাজা তার চায়ের দোকানের পাশে পুকুরপাড়ে পড়ে থাকা বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর একটি বিলবোর্ড দেখতে পান। পরে আশপাশের কয়েকজনের সহায়তায় তিনি সেটি তুলে নিয়ে আবু বক্কর নামের এক ব্যবসায়ীর দোকানের পাশে মাটিতে স্থাপন করেন।

    বিলবোর্ড সরিয়ে নেওয়ার বিষয়টি জানতে পেরে সকাল ৮টার দিকে বিএনপি সমর্থক আজিজুল ইসলামসহ কয়েকজন খাজার দোকানে এসে তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে তারা খাজাকে কিল, ঘুষি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি এলাকায় দ্রুত উত্তেজনা ছড়ায় এবং দুই পক্ষই একে অপরের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

    অভিযোগ অনুযায়ী, বিএনপির ওয়ার্ড সভাপতি আজিজুল ইসলাম নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে কয়েকজন কর্মী কামারপাড়া বাজার মোড়ে আবু বক্করের দোকানের সামনে অবস্থান নেন। এসময় মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শহিদুল ইসলামের সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন।

    বিলবোর্ড ইস্যুকে কেন্দ্র করে শুরু হয় উভয় পক্ষের তুমুল বাকবিতণ্ডা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াত সমর্থক খাজা মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং বিএনপি সমর্থক আজিজুল ইসলামের থুতনিতে আঘাত লাগে।

    স্থানীয়রা জানান, আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    সংঘর্ষের সূত্রপাত ও দায়ভার নিয়ে উভয় পক্ষই পরস্পরকে অভিযুক্ত করছে।

    এ বিষয়ে দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, বিলবোর্ডকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুইজন আহত হওয়ার কথা শুনেছি। এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…