এইমাত্র
  • পেঁয়াজ আমদানি শুরু, এক লাফে প্রতিকেজিতে দাম কমল ৩০ টাকা
  • দেশে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠতে পারেন খালেদা জিয়া: মেডিকেল বোর্ড
  • খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
  • হাড় কাঁপাতে ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘পরশ’
  • গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অসাধারণ অবদান ছিল: মান্না
  • রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আমার নামে মামলা হয়েছে: শিশির মনির
  • দুপুরে সংবাদ প্রকাশ, বিকেলে সিলগালা নকল ঔষুধের কারখানা
  • বাড়ল সয়াবিন তেলের দাম, আগামীকাল থেকে কার্যকর
  • ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত টাঙ্গাইল শাড়ি
  • আনোয়ারায় অবৈধ ক্লিনিক-হাসপাতালে প্রশাসনের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভাঙ্গুড়ায় বছরের পর বছর সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম
    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

    ভাঙ্গুড়ায় বছরের পর বছর সড়কের ওপর হাট, ভোগান্তিতে জনসাধারণ

    সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

    পাবনার ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর হাটের নির্দিষ্ট কোনো জায়গা নেই। সড়কের ওপরই বসছে হাট। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। এই সড়ক দিয়ে যানচলাচলসহ চলাচলকারী ব্যক্তিরা ভোগান্তির শিকার হচ্ছেন। বছরের পর বছর ধরে এভাবে চলে আসলেও জনভোগান্তি নিরসনে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ক্রেতার ভিড়ে ঠেলাঠেলি করে অতিকষ্টে চলাচল করছেন পথচারীরা এবং যানবাহন।

    জানা গেছে, ব্রিটিশ আমল থেকে ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে হাট বসে। এখানে সপ্তাহে শনি ও বুধবার দু'দিন বসে এই হাট। এ হাটে ভাঙ্গুড়া উপজেলাসহ আশপাশের এলাকার কৃষক তাঁদের উৎপাদিত ধান, সরিষা, গম, পাট, শাকসবজিসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করতে আসেন। প্রতি হাটে কেনাবেচা হয় হাজার-হাজার মণ কৃষিপণ্য।

    এখান থেকে প্রতি বছর সরকারের আয় হয় মোটা অঙ্কের রাজস্ব। কিন্তু হাট বসার জন্য নেই নির্দিষ্ট কোনো জায়গা। তাই পৌর শহরের প্রধান সড়ক দখল করে দীর্ঘদিন ধরে বসে আসছে এই হাট। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও রোগীবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়।

    ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়া এলাকা থেকে বাচ্চাকে স্কুলে দিতে আসা শেখ আব্দুল আহাদ বলেন, পৌর শহরের শরৎনগর বাজারে অবস্থিত শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য একমাত্র রাস্তা এটি। অন্য রাস্তা দিয়ে গেলে ঘুরে যেতে হয়, আবার ওখানেও যানজটে পড়তে হয়। ব্যাপারটা সত্যি ভীষণ যন্ত্রণাদায়ক। এটার প্রতিকার হওয়া জরুরি।

    শরৎনগর বাজারের স্থানীয় বাসিন্দারা জানান, শরৎনগর বাজারে সরকারের অনেক খাস সম্পত্তি রয়েছে। যেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে আধুনিক পৌর মার্কেট নির্মাণ করা সম্ভব হবে। এদিকে হাটের দুইদিন ব্যাপক জানজটের সৃষ্টি হয়। দিনের বেলায় রাস্তার ওপর ট্রাকের মালামাল লোড-আনলোডের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। আবাসিক এলাকার পরিবর্তে পৌরসভার অন্য কোনো স্থানে হাট স্থানান্তরের দাবি জানিয়েছেন তারা।

    এ ব্যাপারে ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান সময়ের কণ্ঠস্বরকে জানান, পৌর শহরের ব্যস্ত সড়কে হাট বসায় যানজটের সৃষ্টি হচ্ছে। হাট বসানোর মতো কোনো জায়গা না থাকায় এ ব্যাপারে তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তবে সপ্তাহের দুই হাটবারে জনগণের ভোগান্তি যেন কমে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…