এইমাত্র
  • অ্যাশেজসহ টিভিতে আজকের খেলা (৭ ডিসেম্বর ২০২৫)
  • মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
  • তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১
  • লেবাননে জাতিসংঘ টহল দলের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬
  • ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
  • রায়েরবাজারে অজ্ঞাত ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ
  • আজ থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা
  • মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য
  • ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ
  • যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির
  • আজ রবিবার, ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শীত এলেই জমে ওঠে বাউফলে পিঠার ব্যবসা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

    শীত এলেই জমে ওঠে বাউফলে পিঠার ব্যবসা

    কৃষ্ণ কর্মকার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম

    শীতের হীমেল হাওয়া নামতেই পটুয়াখালীর বাউফল উপজেলায় জমে উঠেছে ঐতিহ্যবাহী পিঠার ব্যবসা। ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন হাটবাজারে জনসমাগমস্থলে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসছেন। সন্ধা হলেই পিঠার দোকান গুলাতে দেখা যায় পিঠা ক্রেতাদের উপচেপড়া ভিড়।

    এ ব্যবসায় খুব বেশি পুঁজি লাগে না। জ্বালানি হিসেবে লাকড়ি, গুড়, আটা, নারিকেল কিনেই শুরু করা যায় এ ব্যবসা।

    শীতের শুরুতেই স্থানীয় উদ্যোক্তারা অস্থায়ী দোকান সাজিয়ে পিঠা তৈরি ও বিক্রির কাজে ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই বছরজুড়ে ভিন্ন পেশায় থাকলেও শীতের মৌসুমে অতিরিক্ত আয়ের জন্য পিঠা বিক্রিতে নামেন। বাউফলের কালাইয়া বাজার, কেশবপুর, কালিশুরী, নাজিরপুর, বগাসহ বিভিন্ন এলাকায় শীতের পিঠার দোকানগুলোতে ক্রেতার ভিড় থাকে লক্ষণীয়।

    কালাইয়া বন্দরের বাজার সড়কে পিঠা বিক্রেতা মো. রফিক বলেন, সারা বছর কাজ না থাকলেও শীতে পিঠা বিক্রি করে ভালো আয় হয়। সহযোগী হিসাবে থাকেন স্ত্রী রাহিমা। তিনি থাকেন চুলার দায়িত্বে। আমি বিক্রি করি। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত দোকান খোলা থাকে। কয়েক পদের পিঠা বিক্রি করা হয়, এর মধ্যে উল্লেখযোগ্য চিতই পিঠা, ভাপা পিঠা, চাটই পিঠা, ডিম পিঠা। চিতই ও চাটই পিঠা খাওয়ার জন্য সাথে দেওয়া হয় সুটকির ভর্তা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা, ধনিয়াপাতা ভর্তা। ওইসব পিঠার একেকটির দাম নেওয়া হয় প্রকারভেদে পাঁচ টাকা থেকে দশ টাকা। ভাপা ও চিতই পিঠার চাহিদা সবচেয়ে বেশি।

    ক্রেতা মো. নাছিড় উদ্দিন হেলালী বলেন, শীত মানেই পিঠা। কাজের ফাঁকে বন্ধুদের নিয়ে প্রতিদিনই কোনো না কোনো দোকানে চলে যাই। শীতের পিঠার আলাদা স্বাদই আলাদা।

    সংস্কৃতকর্মী অমল সাহা বলেন, স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষও এই পিঠা উৎসবের অংশ হয়ে ওঠেন। শীতের কুয়াশা, খেজুর গুড়ের সুবাস আর গরম পিঠার স্বাদ মিলিয়ে বাউফলে শীত যেন হয়ে ওঠে এক মধুর উৎসবের নাম।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…