কিশোরগঞ্জের ভৈরবে একটি ট্রাকে চালের কুড়ার বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা উদ্ধার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টায় ঢাকা সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ জিরা উদ্ধার করে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
এসময় চালক ইউসুফ আলিকে (৩৩) ট্রাকসহ আটক করে ২৪০ বস্তা জিরা উদ্ধার করে র্যাব। আটককৃত চালক ইউসুফ আলি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পনেরো রশিয়া গ্রামের মৃত আব্দুল করিম মিয়ার ছেলে।
এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
রাতেই আইনি প্রক্রিয়া শেষে আটককৃত চালক ইউসুফ আলিকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ লক্ষ চল্লিশ হাজার টাকা।
এসএম