নরসিংদীতে অভিনব কায়দায় মাদক বহন করে বিক্রির সময় নারীসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১.৩০ ঘটিকার সময় নরসিংদী শহরের ইউএমসি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের শরীরে পেচানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর থানাধীন সেজামুর এলাকার হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২৫) ও আখাউরা থানাধীন দূর্গাপুর এলাকার মো: লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির চৌকস একটি টিম নরসিংদী মডেল থানাধীন ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই মাদক কারবারিকে আটক করলে ওদের শরীরে অভিনব কায়দায় লোকানো প্রায় ৬.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওদের কে থানায় সোপর্দ করে। তারা দুইজন দীর্ঘদিন যাবত মাদক কারবারে জড়িত রয়েছে।
নরসিংদী মডেল থানার অফিসা ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, শহর পুলিশ ফাঁড়ির অভিযানে নারী সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে ওদের কাছে থাকা গাজা উদ্ধার করে থানায় সোপর্দ করেছে। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর