নরসিংদীর শীলমান্দিতে এন আর এন নামের একটি স্পিনিং মিলে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। রোববার (০৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কারখানার তুলা ও সুতা।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১০টার দিকে মিলের শ্রমিকদের ছুটোছুটি করতে দেখা যায়। এসময় আগুন দেখে তারা দৌড়ে বাইরে বের হতে থাকেন। পরে শ্রমিক ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় মিল কর্তৃপক্ষ নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর মাধবদী বাজার ও পলাশসহ মোট ছয়টি ইউনিট কাজ শুরু করে, রাত ১টার দিকে আগুনের তীব্রতা কমে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি জানান, খবর পেয়ে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পলাশ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। আজ ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে স্পিনিং মিলের সুতা তৈরির জন্য দুইটি গুদামে রাখা তুলা সম্পূর্ণ পুড়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। আগুনে মিলটির তুলা ও সুতা পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মিল কর্তৃপক্ষ।
এসআর