জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের বয়ে যাওয়া যমুনা নদীর খোলাবাড়ী থেকে চর ডাকিতিয়া পাড়া পর্যন্ত তীব্র ভাঙনের করাল গ্রাস থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রবিবার সকালে নদী তীরবর্তী এলাকায় শত শত নারী-পুরুষ, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ সব শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, যমুনা নদীর অব্যাহত ভাঙনে বছরের পর বছর ধরে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিদিনই ভাঙন তীব্র আকার ধারণ করছে। খোলাবাড়ী, চর ডাকিতিয়া পাড়া ও সংলগ্ন এলাকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
বক্তারা আরও বলেন, নদী ভাঙনে হাজারো মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ, বালু ভর্তি জিওব্যাগ ফেলা, তীর সংরক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা না নিলে পুরো জনপদ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সমাবেশে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, “প্রতিবছর একই দৃশ্য, একই ক্ষতি তবুও স্থায়ী বাঁধের কাজ হয় না। আমরা আর ক্ষতির মুখে পড়তে চাই না।”
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল হুদার মোড় প্রাঙ্গণ ঘুরে নদী তীরবর্তী এলাকায় গিয়ে শেষ হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের জরুরি সহযোগিতা ও দীর্ঘমেয়াদি নদী রক্ষা প্রকল্প বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।
এসআর