যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুক্রবার অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে সোনালি ট্রফি নিয়ে হাজির ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সেখানে আয়োজকের পক্ষ থেকে তাকে ট্রফি স্পর্শ করার সময় গ্লাভস পরতে বলা হয়। যদিও বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচ হিসেবে তিনি খালি হাতে ট্রফি ধরার বৈধ অধিকার রাখেন।
এই ভুল বোঝাবুঝির জন্য পরদিন, শনিবার (৬ ডিসেম্বর) বিশ্বকাপের সূচি উন্মোচন অনুষ্ঠানে স্কালোনির কাছে দুঃখ প্রকাশ করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঞ্চে তাকে ডেকে এনে গ্লাভস ছাড়া ট্রফি হাতে নেওয়ার অনুরোধও জানান ইনফান্তিনো।
ইনফান্তিনো বলেন, ফিফার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি জানতাম না। পরে স্কালোনির হাতে ট্রফি দিয়ে বলেন, ‘অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি ছুঁতে পারবেন। আমি সত্যিই জানতাম না।
তিনি মজা করে আরও বলেন, ‘কি ভয়ানক ভুল হয়েছে! আসলে যখন আপনি বিশ্বচ্যাম্পিয়ন হন, তখন আপনাকে দেখতে আরও তরুণ মনে হয়।’
আরডি